মনে আমার ইচ্ছে জাগে-
     যাব যেথায় সেথায়,
পাখা নেই যে উড়ে যাব
    যথা ইচ্ছে তথায়।


গাজীকালু চম্পাবতীর-
    নাম শুনি পুঁথিতে,
পরীর কাহিনী দেয়া আছে
   ওই পুঁথির কাহিনীতে।


মধুমালা মদন কুমার-
    দুই দেশে বাস করে,
গভীর রাত্রে পরী তাদের
    দুজনার খাঁট পাশাপাশি রাখে।।


মধুমালা মদন  কুমার-
    গভীর রাত্রে যখন জাগে,
দুজনার খাঁট এক জায়গাতে
  ও আংটি বদল করে।


মদন কুমার পাগল হয়-
    মধুমালার জন্য,
স্বপ্নের মাঝে মালা বদল
    শুধুই পরীর জন্য।


পরীর আছে দুটি পাখা-
    উড়ে যায় যেথায় সেথায়,
অনেকেরে চমক দেখায়
    মনের আশা পুরায়।


সেই হতে ইচ্ছে জাগে-
    যদি পরী হতে পারি,
উড়িয়া উড়িয়া দেখিতাম আমি
   আসমান জমিন ঘুরি।


পরীর মত আমার যদি-
    থাকিত দু'খান পাখা,
রোজ রাতে একবার গিয়ে
   প্রিয়ার সহিত করিতাম দেখা।


স্বপ্নের মাঝে বন্ধুর কাছে-
    উড়ে যাইতাম আমি,
গলার মালা হাতের আংটি,
   পড়াইয়া দিতে তুমি।


পরী রুপে প্রতি রাত্রে-
     তোমার কাছে যেতাম,
মনের কথা খুলিয়া বলিতাম
    এক বালিশে রেখে মাথা।