আমায় একেলা ফেলে
    এম,এ, সালাম
                
এই নিশীত রাতে আমাকে একেলা ফেলে,
    কাহার মায়ায় পড়ে, কোথায় গিয়ে থাক,
অশান্ত এ মন বুঝেনা কখন, তোমার আশে,
     পাগল পাড়া হয়ে শুধুই খুজিতে থাকে।


একলা আমি নিশি যাপনে ভয়ের মধ্যে  
                                       থাকি-    এই অসময়ে আমার ইচ্ছে তুমি আসিবে, আমাকে আপন করে শুধু ভালবাসিবে জানি।


  কষ্টে আমার হৃদয় ছিরে বহে ঝরনার ধারা-
তোমার লাগিয়া এই অভাগী কেঁদে কেঁদে
                                          সারা,
যদি জানতাম জনম জনম ধরে তুমি
                                 আসিবে না
ঘর বাঁধিতাম নদীর মাঝে থাকিতাম একেলা


  শুন্যে এ দেহ খানি মোর কত আশা নিয়ে
                                   বেঁচে আছে,
তুমি যখন আসবেনা,ভালবাসবেনা
  শুধু শুধু কেঁদে কি লাভ আছে।
                                    
ভুল বুঝিয়া কখন ও যদি আস আমার নীড়ে-
ফেলে দিব না কখনো তোমায় রাখিব জনম
                                 জনম ধরে,
আমার মুখের পানে যদি কখনো ভুলে
                               তাকিয়ে থাক
                                                          তোমার মায়াবি হৃদয় ছেড়ে যাবে না  আমাকে কখনো।
                                                          
   আশা নিয়ে বসে আছি হৃদয় গলে কখন আসবে আমার কাছে-
  ফিরিয়ে দিব না সেদিন আমার যা আছে কপালে,
    তুমি কি আমাকে ভুলেই যাবে,কখনো যাবে না
যদি ভুলে যাও আমার আপসোস ছাড়া কিছু করার থাকিবে না।
                                                           তুমি যদি আমাকে  ফেলে  মহাশান্তিতে থাক-
    আমিও দোয়া করিব, তুমি ও ভাল  থাক,  আমার যত কষ্ট হয়,আমি মাথা পেতে নিব
তোমার জন্য দোয়া করিব মহা সুখে থাক।।