বাবার আদেশ
     এম,এ,সালাম
     ১০-০১-১৮
বয়স আমার বার তের হবে-
    ক্লাস ফাইভে পড়ি,
এমন সময়, একদিন হঠাৎ করে
    বাবা পরপাড়ে দিলেন পাড়ি।


বাবা বলেছিল শুনবে বাবারে-
     আমার একটি কথা,
লেখাপড়া করে মানুষ হবে
     আমার আদেশ ইহা যথা।


বাবার আদেশ লেখাপড়ায় -
   করিবেনা তুমি ভুল,
আমার আদেশ ভুলিয়া গেলে
    তুমি হারাবে দু 'কুল।


বংশে আমার শিক্ষিত নেই-
     আমি বাবার আদেশ মতে,
লেখাপড়া চালিয়ে গিয়েছি
   কষ্ট করে কোন মতে।


লক্ষ্যমাত্রা ছিল আমার অনেক-
      হব আদর্শ টিচার,
জন সেবায় নিজেকে বিলাবো
    করিব ন্যায় বিচার।


বি.এ, বি এড শেষ করিয়া-
    শিক্ষক পেশায় নিয়োগ নিলাম,
টিচার্স হয়ে  মৃত বাবার
     অছিয়াত পালন করিলাম।


কষ্ট করে ফল পেয়েছি -
     ফল ভোগ করিবে মায়,
এমন সময় হঠাৎ করে
      মায় আমার চির বিদায় নেয়।