প্রচন্ড গরম ঝড়ছে-
      ধরনীতে উত্তাপ বইছে,
হাওয়ার আগুন ছুঁইছে
       শরীরে গরম ধরছে।


দক্ষিনের বাতায়ন খুলে-
      মনের জানালা মেলে,
সংবরং করে নিব  শরীর
      বিশ্রামের গা এলিয়ে।


মৃদু সমীরণ বইছে-
     বাতাসে গন্ধ ভেসে আসে,
তোমার সুবাসিত শরীরের
      ঘ্রানে পাগল পাড়া।


বিশ্বাস হারিয়ে উঠে বসি-
      এ পাশে ও পাশে তাকাই,
কই তোকে যে দেখছি না
      তুমি লুকোচুরি খেলছো।


জানালায় দৃষ্টি ফিরাই-
      মনের চোঁখ ঘুরাই,
তোর দর্শন মেলে নিত এখানে
       শুধুই আক্ষেপের সুরে।


মলয়ের মাঝে বিরহের সুর-
      তোকে ডাকব কি সমুদুর,
তোর নিবাস যে বহুদুর
       এখানেই আশাটুকু স্থিমিত।


এখন তুমি যদি আসতে-
      এ মন প্রান ভালবাসতে,
পাব কখন তোর ছোঁয়া
       এ মিনতী সতত গাবে।


মন তুমি ভুলে আছ-
       নেই যে কাছে প্রিয়জন,
শত চেষ্টায় পাবে না এখন
       শুধু ই বক্ষে আক্ষেপ।


মলয় তুমি বুঝে নিয়েছো-
      ভালবাসি কাকে,
তারই ভালবাসার ঘ্রান
       ছুঁইয়ে দিলে আলতভাবে।


যেতে চাই প্রিয়জনের কাছে-
      মলয় ছুঁইয়ে দেওনা তারে,
ভালবাসিব আদর করিব
    একান্তে কাছে আপন করে।