ধরায় প্রভু পাঠিয়ে দিয়ে-
    তামাশা দেখেছো তুমি,
পুতুলের মত নাচি মোরা
     যেমনি নাচাও তুমি।


ভালবেসে পাঠিয়েছিলে-
    এই ধরারই মাঝে,
পুতুল নিয়ে খেলা করিয়া
     হয়েছি কত বাজে।


সুন্দরের রুপে পাগল হয়ে-
     তোকে গেছি ভুলে,
তুমি কি মোরে ফেলে দিবে
     উপর থেকে তুলে।


নারী নিয়ে যে হারি গাহিয়া -
    যুলুম করেছি কত?
বিচারের কথা ভুলিয়া গিয়া
     আনন্দ করেছি কত?


নিজে লাভবান হওয়ার জন্য
     ভোগবানে হয়েছি মত্ত,
হেলায় অবেলায় তোমার সাথে
     যুলুম করেছি কত?


হেলায় হেলায় বেলা গেল-
  জীবন প্রদীপ নিভু নিভু,
রাগ করিয়া দয়ার প্রভু
      ভুলিয়া যেওনা কভু।


মাফ করিয়া দাওনা প্রভু-
    তোমার দয়ার গুনে,
ভবি জীবনে ভুল করিবনা
    আমি জেনে শুনে।