বিলের ধারে ঝিলের পাড়ে
    শাপলা শালুক ফোটে,
হিজল ঝড়া জলের ছিটায়
    আমার ভাল লাগে।


গাজন তলীর মাঠ পেড়িয়ে-
    শিমুল তলা গাঁয়ে,
রাস্তার পাশে দুই ধারেতে
     কত শাপলা ফোটে?


ষোড়শী কত ছেলে মেয়েরা-
    শাপলা ফুল তুলে,
বিনে সুতার মালা গেথে,
     পড়ে আপন গলে।


ছোট্ট বেলায় মাছ ধরিতে-
     বিলের মাঝে যাই,
মাঝে মাঝে শালুক তুলে
     মনানন্দে খাই।


শাপলা তুলে আটি বেঁধে-
      নিয়ে আসি বাড়ি,
মায়ে ভাজে ইলিশ মাছে
   খাইতে করি কাড়াকাড়ি।


পান্তা ভাতে ইলিশ শাপলা-
    সাথে পোড়া মরিচ,
খেয়ে বলতাম বড় আপু
    মোরে পারলে ধরিস।