বিরূপ মনোভাব (২৪৮৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৪-২০২৪ ইং তাং
==================
কৈতবের দল ভন্ডামী করে
এই জগত করেছে কালো,
চোরের সঙ্গে চোরার সঙ্গ
কেমনে জগত হবে ভালো।


মধুর মধুর  সত্যের বুলিতে
নিরহ মানব দরদী মন,
স্বার্থের খোঁজে অর্থের জন্য
জোগায়  নিজের জন্য ধন।


দুনিয়া লোভে পাগল সবাই
মিথ্যাকে করে নিত্য সঙ্গী,
চার হাত পায়ের মানুষ হয়েও
করে ওবা কোবার ভঙ্গি।


নেক সুরাতে সুদ খায় ঘুরিয়ে
ধর্মের দোহাই দিয়ে চলে,
ওরা হক ঠেকাতে ভন্ডের দলে
ছলচাতুরীতে কথা বলে।


গরিবের ধন কেড়ে নিয়ে ওরা
হয় ভাবনা জগত মূখি,
ক্ষমতা পেলে সঠিকতা ভুলে
মন চায় হতে ধরা মুখি।


শুধু মানুষের চেহারা রূপায়ন
ওদের ভিতরটা পশুর মত,
ধর্ম-কর্ম শুধু কাগজ কলমে
মনের মাঝে বিদ্রুপ যত।