বিশ্রুতি
এম,এ,সালাম


দুইশ বছরের বিধি কি আজ-
     খতম হতে পারে,
ঐন্দ্রজালিক আহ্লাদের এষনা
    মুছে কি যেতে পাড়ে।


নৌকা বাইচ আর হাডুডুর সুখ-
     আর কি ফিরে পাব?
ঘোর দোড় আর লাঠি খেলা
      দক্ষিনের চৌরিক্ষে না দেখিব।


ছোট বেলায় দেখেছি কত?
     বালা নাচের সুখ,
ঢোল বাজিয়ে গেয়ে যেত
    লাগিয়ে  ব্যঘ্রের মুখোশ।


সেই অভিলাষ হিন্দুদের থেকে-
    হারিয়ে গেছে বুঝি,
বৈশাখ এলেই কেন তারে আমি
     মনের দুয়ারে খুজি।


হিতৈষী জনের ছায়ার গল্প-
     এখন নেই যে অল্প,
কোথাও কোথাও এই প্রথা
     পালিত  কোন মতে অল্প।


অধুনা আজ সেই কিংবদন্তি-
     কোথাও  তেমন দেখি না,
পান্তা ইলিশের ছড়াছড়ি
    ব্যায়বারের তোয়াক্কা করি না।


লোকাচার আজ ফেইজ বুকেতে-
     নানা ফেস্টুন দিয়ে,
ইলিশের পড়নে লাল শাড়ী
      অজপাড়ার উৎসব হারিয়ে।


বৈশাখের স্মৃতি আপান রুপে-
     নামযশ আলেখ্য হারিয়ে,
গাঁজার পোল্ডার আড্ডা দিয়ে
      খায় সুখটানে ঘুড়িয়ে।


× ×××××-××××××××××××××
রচনার সময়কালঃ- ১লা বৈশাখ ১৪২৫
                        সকালঃ ৮.৩০
                         নিজ বাসভবন