শণির দশা

সংক্ষিপ্ত বর্ণনা

শণির দশা কাঁদে উঠেছে-
যখন অজানা গান গাই,
এই গানের নাকি অর্থ নেইরে
কিভাবে প্রমান পাই।

কাজ করিবে বুঝিয়া শুনিয়া-
হাত দিবে ভাবিয়া,
পা দিবে পদক্ষেপ গুনিয়া,
যা বলিবে সঠিক জানিয়া শুনিয়া।

প্রিয়জন বলেছিল উত্তরে যেতে-
গিয়েছি দক্ষিন দিকে,
রথ হারাইয়া সঠিক পথ ভুলিয়া,
গিয়েছি উলটো দিকে।

বিপদ যে আমার মাথার উপর -
উগি ডুগি নাহি পাই,
কি করব কি ভেবে পাইনে
পশ্চিমে যাব নাকি ভাই।

কে কোথায় আছ বলোনারে ভাই-
কোন পথে যাব এখন,
বিপদ যে মাথার উপর ঘোরতাছে
আশার আলো পাব কখন।

আপন জনের কথা না শুনিয়া-
বিপদ যে পাহার সম,
সামান্য এই টুকু ভুলের কারণে
শণির দশা কাঁদে লব।

শনির দশা কাঁদে নিয়ে চলছি-
অজানা কোন পথে,
জীবন প্রদীপ নিভু নিভু প্রায়
প্রদীপের তৈল ফুরিয়ে গেছে।