বসন্তে দেখা হবে
         এম,এ,সালাম
শীত আসছে বলে যাচ্ছি চলে-
    আবার দেখা হবে,
কোকিলের তান মধুর গান
     যখন করুন সুরে রবে।


শিমুল, পারুল ফুল ফুটবে-
    বসন্তেরই ঘনঘটা,
নিস্তেজ হৃদয় উষ্ণতার ছোঁয়ায়
    জেগে উঠবে বর্ণচ্ছটা।


লজ্জা শরম নেই যে বলে-
    উলঙ্গ হয়ে যাবে,
বসন্তেরই আগমনে আবার
    সবুজ শ্যামলে ভরে যাবে।


নিঃসঙ্গ মন গেজে উঠবে-
   বসন্তের আলতো ছোঁয়ায়,
মনের কোনে জোয়ার বহিবে
    তোমায় পাবার আশায়।


তুমি কি আমাকে চিনিবে তখন?
      সেই আগের মত করে,
উষ্ণতারই পরশ পাথরে সেদিন
      ভুলিয়া যাবে নাকি মোরে।


আনন্দ ফুর্তি করিবে সেদিন-
    ফিরে আসা স্মৃতি ভুলিয়া,
কপোত কপোতি ফুর্তি করিবে
    মনানন্দে নিজেকে ভুলিয়া।