বৃষ্টি চাই (২৪৯১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৪-২০২৪ ইং
===============
বৃষ্টি তুমি আসবে কবে
জীবন জ্বালাপালা,
বৈশাখের তাপের চেয়ে
বৃষ্টি ই আমার ভালা।


কোন মেঘ থেকে আসবে
চেয়ে আছি পথপানে,
রৌদ্র দিয়ে মেরো না তুমি
জীবকে জানে মানে।


ক্ষেপেছো তুমি কার প্রতি
তাপের ধরণ বাড়ছে,
হিট স্টোকে কত মানুষের
জীবের প্রাণ কাড়ছে।


চৈত্রের খরা ধরার বুকেতে
বৈশাখ দহনে দু:খে,
অভিমান করে তাপ দিয়ে
মানুষ রাখছো সুখে।


জান পুড়ে হলো মরুভুমি
বুক পুড়ে হাহাকার,
আল্লাহ ব্যতিত কষ্ট রাশি
কেউ নেই যে দেখার।