বুজি মানে আমার ফুফাত  বোন-
     নামটি তার রানী,
বয়সে একটু বড় হলেও তারে
     বুজি হিসেবেই জানি।


পড়িতাম দু'জন একই পাঠে-
    একই শিক্ষা নিকেতনে,
আলাপ চারিতায় বুঝিতে পারি
     আমায় ভাল জানে।


কথায় কথায় রসালাপ করিত-
     মিষ্টি মধুর হাসিতে,
বাক্যগুলো কেন  যেন এমন
    থাকে হৃদয় ভাললাগিতে।


বুঝিতে পারি নি বুজি আমারে
       কেন এত ভালবাসে?
হঠাৎ একদিন প্রেমের প্রস্তাব
        কেন যে দিয়ে বসে।


সাদরে গ্রহন করিলাম আমি-
      প্রেমের চিঠি খানি,
চুপি চুপি আমায় বলে দিয়েছে
       কেউ না যেন জানি।


আবেগী লেখায় ভাবাবেগ এত
      বৃদ্ধি পেতে থাকে,
কঠিন হৃদয়টি মধুর আলাপ
        ভাল লাগিতে থাকে।


তুমিই আমার প্রথম প্রেম-
       প্রথম পাগলামি,
এই বিষয়টি ছোট্ট ভাইটি
    কেউ না যে জানি।


বুজির সখ জেগেছে আমার সাথে-
   প্রেম  ভালবাসা করিবারে,
আকুলি বাকুলি নাছর বান্দা
    কোন ভাবে না  ছাড়ে।


বুজির প্রেমের ফাদে আটকে
       গেছি-
    কেমন যেন হয়ে গেল?
বলে মনের মাঝে প্রেমজেগেছে
     কি জানি কি হয়ে গেল?