ভুল বুঝে
       এম,এ,সালাম


রানী ভুল বুঝে তুমি দেশান্তরি হয়েছে-
      নানা কথা যাতনা বুকে নিয়ে,
মাইর খেয়েছো কত যে তুমি
      ঢাকা গিয়েছো মনে কষ্ট নিয়ে।


তুমি যে আমাকে কত ভাল বেসেছো-
      জীবন মান, বাজি রেখে,
দিনের পর দিন শয়েছো কত নির্যাতন
    পরেছো মা-বাবার আড় চোঁখে।


পড়ে কি মনে সেই স্মৃতিগুলি-
পিছনে নারিকেল গাছের নিচে,
      ভাব জমাইয়া গল্প করেছি
তোমার কোলে মাথা রেখ।


                                               ডাব খেয়েই ক্ষান্ত হয়নি-
         খেয়েছি মায়ের ঠাপ
কিযে অপরাধ করেছি দু'জনে,
ওই অপরাধের হবে নাকি  মাফ।


একাকার হয়ে ক,বছর কাটিয়েছি-
          তুমি আর আমি একসাথে,
সেই স্মৃতি  মনে করে আজ
            হৃদয়  ধুকে ধুকে কাঁদে।


  ভুল বুঝে তুমি রাগ করেছো -
               আমার সাথে কেন?
আমি যে কেমন ছিলাম
        তাহা ভাল করে তুমি জান।