প্রিয়া তোমায় আপন ভাবিয়া-
    সুদীর্ঘ পথ ভ্রমন করে,
ঝড় বৃষ্টি উপেক্ষা করিয়াও
     গিয়েছি তোমার নীড়ে।


আমাকে পেয়ে ধন্য হয়েছো-
     ওই নীল অখিল সম,
আপ্লুত হয়ে স্বাগত জানালে
     তোমার মনের কোনে।


বসিতে দিয়েছোতোমার বিছানা-
     সুগন্ধে ছিল ভর পুর,
তোর বদনে ছাপ দেখেছি
    হাস্যেজ্জাল ফুর্তির।


খেতে দিয়েছো রসের মালাই-
     সাথে দিয়েছো রুটি,
মালাইর ঝোলে ভিজিয়ে খেয়েছি
    রুটি একটু একটু খুটি।


মিষ্টি দিয়েছো লুডুস দিয়েছো-
    নিজ হাতে পরিবেশন করে,
তোর অনুরোধে সব খেয়েছি
     একটু একটু করে।


বিশ্রাম করেছি তোর পালঙ্কে-
     আধ আধ চোঁখে ঘুম,
দুই মামা এসে কেড়ে নিল যে
       আমার চোঁখে ঘুম।


সেবা শক্রুষায় ত্রুটি করনি-
     প্রিয়াম মত করে,
আপনের চেয়ে আপন জেনে
     আপ্যায়ন করেছো মোরে।