তোকে প্রথম দেখাতেই ভাল লেগেছিল-  
       টি, টি কলেজ বারান্দাতে,
কাজের ব্যস্ততা নিয়ে হাটাহাটি করি
       যখন পাশাপাশি এক হয়ে এক সাথে।
        
তখন থেকে ভাবছি তোকে নিয়ে,
   তোমার সাথে কখন কথা হবে?
        একান্তে এক হয়ে
  একটু সময় সুযোগ নিয়ে।


পরিচয় হল দুজন দুজনার-
     টিফিন পিরিয়ডে,
তোকে যদি ভালবাসি আমি
    আমার ভাগ্যে কি যে ঘটে।


তারপর থেকে বসিতে গিয়ে-
     আমার পাশের চেয়ারে,
মনের কথা বলিতে চুপি চুপি
     কত যে আপন ভেবে।


আমার পাশে কেহ বসা থাকিলে-
    তুমি সুভাসনে উঠিয়ে দিতে,
মাঝে মাঝে মগজ ধোলাই দিতে
    কত আজে বাজে না বকে?


কি যে লজ্জা পাইতো স্যারেরা-
     আমি হাসিতাম মনে মনে,
সবার সামনে কত যে কিছু?
   বলিত প্রেমের ছলনা নিয়ে।


নাস্তা খেতাম দুজনে মিলে-
    ভাগাভাগি করিয়া,
মাঝে মাঝে আমার কলা কেক
      তুমি নিতে যে কাড়িয়া।


ক্লাসের ফাকে ঘুরতে যেতাম-
   দুজনে এক সাথে,এক হয়ে,
তাই দেখিয়া অনেকে আবার
    মনে মনে স্বামী স্ত্রী ভাবে।


তুমি আবার লজ্জা পেতে কত?
   যখন রব স্যারের সামনে পড়িতা,
মাঝে মাঝে এই কথা বলিয়া
     শুধু আমার সাথে হাসিতা।


আমার কাছে শিখিতা তুমি-
   যাহা তুমি জানিতে না,
বলিতাম ওহে  কাছে এসে বস,
অজানাকে শিখিতে নেই মানা।


তখন থেকেই চলছে যে প্রেম-
      কোন বাঁধ নাহি মানে,
প্রেমের খবর কোন মতেই
      কেউ না যেন যানে।