ছুটির দিনে দেখা হবে-
    যাব কোথাও ঘুরতে,
এই আশায় যে ঘুম আসে নি
    গতকালের রাত্রে।


সারা রাত্র জাজিমেতে-
      এপাশ ও পাশ কেটে,
কি করব কি ভেবে পাইনে
     রাতে পারিনা কোথাও যেতে।


হঠাৎ করে মোবাইল ফোনে-
     আছমকা কল আসে,
রিসিপ করায় বলে প্রিয়
    আগামী কাল জরুরী কথা আছে।


কোন সে কথা এখন আমি-
     ফোনে শুনতে চাই,
আবেগ ভরে মধুর কণ্ঠে
     শুনিয়ে দিল তাই।


আগামী কাল ছুটির দিনে-
    যাব মামার বাড়ী,
আমার সাথে কেউ যাবে না
   দীর্ঘপথ একাই দিব পাড়ি।


যদি পার সুযোগ আছে -
    মনের কথা বলার,
আগ্রহ ভরে শুনতে পাবে
   যা আছে সব জানার।


স্থির করেছি যাব আমি-
  ওই বাঁশ বাগানের পথে,
হেথায় সেথায় দেখা হবে
   বলিব মনের কথা যা আছে।


দাঁড়িয়ে রইলাম বাগানের পাশে-
     আমার বন্ধুর আসে,
তাকিয়ে রইলাম দূর নীলিমায়
   কখন পাব তাকে পাশে।


এমন সময় একজন পথিক-
    আমায় বলে গেল,
বন্ধুর আশা ছেড়ে তুমি
     তোমার গন্তব্যে পথে চলো।


ধোকা দিতে বোকা বানাইয়া-
     কোথায় চলে গেল,
ভালবাসায় ধোকাবাজি,
     এটা কেমন হল।