তোর অন্তরে রোজ দুপুরে-
     দহন দেখিতে পাই,
পূবালী বাতাসে দগ্ধ ছাইয়ে
মনে কালিমা লেপেছে  ভাই।


এমন ভাবে দগ্ধ হইতেছ-
     রঙিন হৃদয় খানি,
কোন দরদী নিশীথ রাত্রে
    নিভাবে বহ্নি জানি।


কতকাল চলিবে দহনের জ্বালা
    বর দিয়েছো কত দিনের?
ততদিন হয়তো এ মন খানি
    দহনে দহনে পুড়িবে।


জ্বালিয়ে দিয়েছ তুমি যে পালিয়েছো-
       জ্বলছে অনাবরত,
ঠান্ডা পানিতে নিভেবেনা,
    মনের জ্বালা আছে যত ।


প্রেমের জ্বালা যে বড় জ্বালা-
     যে পড়েছে সে বুঝে,
সর্পের বিষের জ্বালা বুঝে না
      দংশিনে যারে সাপে।


জ্বালায় জ্বালায় অন্তর কালা-
     দহন করেছে ফেল,
মনের কোর্টে হইছে বুঝি,
      সারা জীবন জেল।


জেলের ঘানি টানিতে গিয়ে-
    ভালবাসার হবে ক্ষয়,
মনের সাথে মন মিলালে
  ভালবাসার  হবে জয়।


উদগীরণ হবে এ দহনের-
       আগ্নোগিরীর মত,
দীর্ঘদিনের সঞ্চিত ব্যথা
      বেরুবে লাভার মত।