দুনিয়ার মায়ায়
                এম,এ,সালাম
                ২০_০২_১৮
  আলোর দ্বারা সাজাইছে ভুবন-
         নানা বর্নিল সাজে,
   ধরনীর মায়ায় পড়িয়া সবাই,
      সৃষ্টি কর্তার নাম ভুলে যাবে।


  কেহ পাগল সুন্দর বাড়ী গাড়ীর-
      কেহ পাগল সুন্দরী বউয়ের,
আবার কেহ পাগল বিষয় সম্পত্তির,
          কেহ পাগল অর্থকরির।


   আলোর ঝলমল দেখিয়াই যদি-
          পাগল হইয়া যাও,
  এই নেয়ামতের শুকরিয়া  করিয়া,
         পরপারে পারি জমাও।


  আসিলি ভবে যাইতে হবে-
        আসল ঠিকানায়,
  সারা জীবন রঙ তামাশায়,
          কেন যে কাটাও।


  ঝাড় বাতি দিয়ে সাজাইছে ভুবন-
           কত রঙ মহলের ঘর,
  চোঁখ বুঝিলে আলোর ভুবন,
       তোমার  সবই হবে পড়।


  সারা জীবন কাটাইলি কত-
       আমোদ ফুর্তি  করে,
  আজ্রাইল আসিয়া কোন দিন যেন,
           খপ করিয়া ধরে।


   আশা যে তোমার ভেস্তে যাবে-
           দম ফুরালে ঠুস,
   পরমা-স্ত্রী তোমার চিন্তায়,
          হবে যে বেহুস।


    কিশের নেশায় এখনো তুমি-
           দুনিয়ার জন্য মর,
খারাপ কাজ ছাড়িয়া সময় থাকতে,
         আল্লার হুকুম পালন কর।


  আখেরাতের জন্য কি  সামানা-
          তৈরী করিয়াছ তুমি,
   শস্য ফলাও  কাজে আসিবে,
          কোরান দিয়েছে জানি।