ওই দূরের সূর্যটা কত দূরে?
     অনুভবে অনুভুতিতে নয়,
তেজস্ক্রিয়তা কত যে প্রখর,
      শক্তিতে বুঝে নিতে হয়।
তাপাদাহে সমগ্র ধরণীটা আজ
      খা-খা করে জ্বলছে,
মনের আলোতে দেহবাশেষ
       মনের মত আজ জ্বলছে।
অরূন রাঙা শরতের আকাশ-
     নীলে নীল ঝলমলে,
স্থির পানিতে ভানুমতির আলোতে
     উৎকুণ্ড স্বচ্ছ টলমলে।
কতদূর হতে তাপ দিতে আছে-
     ধরেনা জ্ঞানীদের মাথায়,
ওই অজিঞ্চুর প্রখর আলোতে
  ধরণীটা বারা বারে কাপায়।