এমটি পকেট (২৪৮১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৪-২০২৪ ইং তাং
================
পকেট যদি শূন্য থাকে
চেনা যায় আপন পর,
প্রতিবাদী শূন্য পকেট
তুলে তুফন আর ঝড়।


শূন্য পকেটে থাকলেরে
কেউ থাকে না পাশে,
বিপদকালে ভাই বন্ধুকে
যায় না পাওয়া কাছে।


এই  সময়ে শূন্য পকেটে
জীবন বাঁচানো বড় দায়,
শূন্য পকেটের দ্বারে কাছে
কেউ আসতে চায়না তায়।


শূন্য পকেকে সম্পর্ক ক্ষয়
থাকলেও হয় না যে স্থায়ী,
আত্মীয় স্বজক্ন দূরে যায়
তাই নিজেকে করে দায়ী।


শূন্য পকেট চলার পথকে
হতাশা করে দেয় রোজ,
শূন্য পকেটে যে আছে গো
তার কেউ নেয় না খোঁজ।


শূন্য পকেটে থাকলে কেউ
তার মূল্য নেই এক বিন্দু,
বিপদ কালে যে পাশে রয়
সে ই যে আসল প্রিয় বন্ধু।