এক পলক
   এম,এ,সালাম


তোর রুদ্ধদ্বারে বসে আছি-
     এক পলক দেখবো বলে,
মনের কোনের অহমিকা
     ফেলে আসছি সাগর জলে।


সারা যদি নাহি  গো দাও -
    বল কোথায় যাব আমি?
বড় আশা নিয়ে আসছি কাছে
    দেখা দেও গো তুমি।


তোর রূপের মাঝে কি দেখেছি?
      আমি গেলাম হেরে,
আবেগের ছলে  সোনা মুখটি
       দেও না বের করে।


দর্শন করে জুড়াই এ প্রান-
     মিটাই আঁখির আশা,
আমায় তুমি ফেলে দিবে না
     এই টুকু মোর আশা।