এক টুকরো গোস্তের জন্য (১৮৪৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৭-২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আজ ছদ্মবেশে ঘুরছি আমি
পোটলা হাতে করে,
সবার সাথে আমিও গেলাম
নেসাবের ঘরে ঘরে।

দুপুর গড়িয়ে বিকাল হলো
কত গরীব শত শত?
লোকমা দু'এক গোস্ত পেতে
তারা ছুটছে অবিরত।

কত নিঃস্ব গরীব দুঃখীজনে
ঝুলি হাতে আজ ঘোরে,
কয়েক টুকরো গোস্ত পেতে
কত ধনীর পায়ে ধরে?

এক কাতারের কত লোক যে
খালি হস্তে যে ছুটি,
মাঝে মাঝে কেউ ডেকে দেয়
সামান্য  গোস্ত রুটি।

কত অনুনয় বিনয় করছে
ক,টুকরো মাংস পেতে,
গরীর দুঃখীর মনের ব্যথা
কেউ দেয় না খেতে!

দিনের শেষে সন্ধার পরে
দেখি পোঁটলা  খুলে,
সামান্য কয়টি হাড্ডিগোস্ত
থলির কোনে ঝুলে।

কেউ নেয় না খোঁজ খবর যে
এই গরীবের আর্তনাদ,
বছর শেষে কেউ দেয় না যে
কয়েক টুকরো গোস্ত ভাত।

অভিনয়ে যারা চালাক চতুর
তাদের গোস্ত অনেক,
সহজ সরল দুঃখী জনদের
গোস্ত টুকরা কয়েক।

সবলের ঝুলি খুলে দেখে
কয়েক টুকরো গোস্ত,
দুঃস্তের মাঝে সব বিলিয়েছি
যারা ছিলো যে দোস্ত।

রাতে বালিশে কান লাগাইয়া
আমি চিন্তা করি হায়,
বছর শেষে এই ঈদুল আজহায়
কতটুকুই তারা পায়।