গাঁ দেখার ইচ্ছে
  এম, এ, সালাম
                                        
যাব আমি গাঁয়ের পথে-
          যেখানে ওই নীল আকাশটা,
মিশে আছে গায়ের শেষে,
             সবুজ শ্যামল গাছের সাথে।


যাব আমি গাঁয়ের পথে-
             খুব সকালে আঁধার মেলে,
শাখায় শাখায় নানা রঙের,
        পাখ-পাখালি যায় নেচে গেয়ে।
      
  পল্লীর সব বন্ধুরা যাব আমি-
                 বাঁকা গাঁয়ের পথ ধরিয়া,
যে পথে কৃষকেরা লাঙ্গল,
     জোয়াল কাঁধে নিয়ে যায় মাঠে।


গাঁয়ের সাথী যাব আমি-
                 যে গাঁয়ের পথটি ঘেসে,
সবুজ সব ধানের ক্ষেত
                  দীঘল পথ মিশে আছে।


ও ভাই আমার যাব আমি-
              যে গাঁয়ের পাশ দিয়ে ভাই,
দূর দুরান্তের পথিক চলে,
                  ডিঙি নৌকা বৈঠা বেয়ে।


পল্লীর দুলাল ভাইগো আমার-
                 সে পথ দিয়ে যাব আমি,
যে পথের কোলটি ঘেসে,
                ঘন কালো শিশির ঘেরা।


যাব আমি গাঁয়ের পথে-
       যে গাঁয়ে পল্লী বধু আপন  মনে ,   ছুটে চলছে বাবার বাড়ী,
         কুয়াশার চাদরে হিজাব পড়ে।


ছোট বেলার বন্ধু আমার-
                যাব আমি তোমার গাঁয়ে,
যে পথেরই  কোলটি ঘেসে,
                আঁকাবাকা পথ রয়েছে।


পল্লীর যত বন্ধুরা সব-
                 যাব আমি গাঁয়ের পথে,
যে গাঁয়েরই পাশের বিলে,
                  নৌকা চলে আপন মনে।


যাব আমি তোমার গাঁয়ে-
                       যেখানে বিলে ঝিলে,
শাপলা শালুক ফুটে আছে
                 আনছে তুলে দুষ্ট ছেলে।


গাঁয়ের যত ভাইরা আমার-
                  যাব আমি গায়ের পথে,
যে গাঁয়েরই খালে বিলে,
                  গাঁয়ের ছেলে মাছ ধরে।


পল্লী দুলাল ভাই গো আমার-
                  যাব আমি পল্লীর পথে,
যে পথেরই পাশে কৃষান বধু,
           সোনালী ধান বাতাসে ঝাড়ে।