গাঁয়ের বধু সহজ সরল-
   চলন বলন ভাল,
পথে ঘাটে পুরুষ দেখলে
   ঘোমটা দিয়ে চলে।


গাঁয়ের বধু কলসী কাখে-
    পানি আনতে যায়,
পন্থপানে ফিরে ফিরে দেখে
    আসেনি ওই বাড়ীর বুয়ায়।


গাঁয়ের বধু বিকাল বেলা-
    ভাল না লাগার ছলে,
এ বাড়ী ও বাড়ী ঘুরে বেড়ায়
    থাকে পান খাবার তালে।


গাঁয়ের বধু কলসী কাখে-
    নদীর ধারে যায়,
দীঘল বাঁকা সরু পথে
    ফিরে ফিরে চায়।


গাঁয়ের বধু আকাঁবাকা পথে-
   যখন হেটে চলে,
বখাটে আর দুষ্ট ছেলেরা
    বাজে মন্তব্য করে।


গাঁয়ের সব দুষ্ট ছেলেরা-
    খাস পুকুরে গিয়ে,
বকুল ফুলের মালা গেঁথে
    রাখে ঘাটের পাড়ে।


গাঁয়ের মেয়েরা পানি আনতে-
    খাস পুকুরে গিয়ে,
বকুল ফুলের মালা পেয়ে
   পড়ে আপন মনে গলে।


গাঁয়ের বধুরা বিকাল বেলা-
   পাশের বাড়ী যায়,
পান খাইয়া ঠোট লাল করিয়া
   মানুষের বদনাম রটায়।