ব্যস্ত গাঁয়ে নির্জন পরিবেশে-
     কেন যেন ভাল লাগে,
স্মৃতিগুলো জড়িয়ে আছে
     সবুজ শ্যামল গাঁয়ে।


আঁকাবাকা পথে হাটি যখন-
    ছোট্ট তরুলতা সরিয়ে,
ময়না কাটায় উত্তরীয় খানি
     যায় একটু জড়িয়ে।


নিবিড় গাঁয়ে সরুপথ চলিতে-
    কত যে ভাল লাগে,
ধান কাউনের সরুছিল্লায় হাটিলে
    মনে কত যে স্বপ্ন জাগে।


শহরের অট্টালিকা ভাল লাগেনা-
    স্মৃতি মিশে আছে গাঁয়ে,
যেই গাঁয়েই আমার জন্ম স্থান
    ভালবাসি আমি তারে।


দোয়েলের শীষ,মনে রাখিস-
রাখিস কোকিলের কুহুতান,
শালিকের ডাক কিচির মিচির
   ঝিঙে মাচায় ফিঙের গান।


প্রবাসী বধুর বিরহের বেদনা-
   বলে ভাবির সাথে ভাবি,
বিধবা বধুর স্বামীর স্মৃতি
    উঠে মনের আয়নায় জাগি।


বধুরা মিলে পানি আনিতে গিয়ে
     পাশের বাড়ীর কলে,
একে অপরের দোষত্রুটিগুলো
      চুপি চুপি যায় বলে।