পঞ্চবেনার চার নম্বর বেনা
     আত্মশুদ্ধির হজ্জ্ব,
মালদারের মালিকানায়
      হজ্জ্ব হচ্ছে ফরজ।


ফরজ কাজটি করতে হবে
    হালাল টাকা দিয়ে,
হারাম টাকার ঘোরে যেন
    এই কাজটি না পড়ে।


ঘুষের টাকায় সুদের টাকায়-
    হজ্জ্ব হবেনা ফরজ,
অপরের টাকা পকেটে নিয়ে
    কেন কর রে গরজ।


টুপি দিলেই হুজুর হয় না-
     দিবে হুজুরী কলবে,
নিজের টাকায় মালদার হলে
    হজ্জ্ব ফরজ হবে।


হজ্জ্ব করলেই হাজী হয় না-
    বে হকের দাপটে,
খেয়াল করে দেখ না ভাই
    কার টাকা পকেটে।


নাম কিনিতে যাও যদি ভাই-
    পবিত্র মক্কা শরীফে,
সময় হলে আল্লাহ তোমায়
    গলাধাক্কা দিবে।


ফরজ কাজ কর রে ভাই-
    হালাল টাকা দিয়ে,
তবে রে ভাই হবে আত্মশুদ্ধি
    আল্লাহ মুক্তি দিবে।


সত্যি কথা লিখে গেলাম-
   কবিতার ভাষায়,
পিছনে পিছে সমালোচনা করুণ
    যাহা মনে চায়।