আজি হেমন্তের রঙ লেগেছে-
     সবুজ ধানের ক্ষেতে,
আকাশের নিচে সবুজ ঘাসে
     শিশির কণা ভাসে।


কৃষকের মনে রঙ লেগেছে-
     ধানের মাথার শীষে,
ক'দিন পড়ে আসবে ধান
     পাড়া উঠবে মেতে।


কৃষাণীর মনে রঙ লেগেছে-
     আসবে নতুন ধান,
বেজায় পিঠে রসের সাথে
     কাঁচি খোচার গান।


নীল আকাশে রঙ লেগেছে-
     হেমন্তের রঙ দিয়ে,
আকাশ হতে শিশির ঝড়ে
     শীতল আভাস দিয়ে।


দিনের আলোয় রঙ লেগেছে-
      তপ্ত সোনালী সূর্যের,
দিনের শেষে রবির আলো
     ঠান্ডা হাওয়ায় ভাসে।


ভালবাসায় রঙ লেগেছে-
      অপরাহ্নের বাতাসে,
প্রেমিক প্রেমিকা গল্প করে
      বসে মনের আশে।