হুতাশের মেলায়
     এম,এ,সালাম


আলোর মেলা ছেড়ে যখন-
  অন্ধকারের মেলায় যাব,
পৃথিবীর সকল কাজের
     জা  জা তখন পাব।


চোঁখ বুজিলে আলোর ভুবন-
    মিথ্যে মায়া খেলা,
হেলায় হেলায় ভরা যৌবন
    করছি কত খেলা।


আমার আমার করছি কত?
    সুখের বড়াত্মের লাগি,
খপ করে ধরিলে আজ্রাইল
     সব যাবে যে ভাগী।


আলোর মেলায় হেলায় হেলায়-
     সবই করেছি ভুল,
এ কুলের লাগি ওকুল হারাইছি
     হারাইছি আমি দু-কুল।