ইজ্জত বিকিয়ে জীবনাতিপাত
       এম, এ, সালাম
        ০৮-০২-১৮


অভাবের সংসারে জন্ম নেওয়া-
        ছিল বুঝি মহাপাপ,
যার কারণে ইজ্জত হেফাজতে
    বিধি দিলনা আমায় মাপ।


কষ্টের নীড়ে কেন সৃজিলাম?
      সুন্দরী রূপ দিয়ে,
তিলে তিলে করে বড় করেছে
    মা-বাবা কষ্টের বিনিময়ে।


লেখাপড়া করিতে পারি নাই-
     অভাবের সংসারে,
নিরক্ষরতার অভিশাপ নিয়ে
     ঘুরি বড়লোকের দুয়ারে।


তের চৌদ্দতে পা রাখিলেই-
    অনেকের নজর পড়ে,
গাঁয়ের কতক নরপশুরা হিংস্রের
    মত আমার পিছে ঘুরে।


হিংস্রের থাবা এড়াতে পারি না-
     কত বাজে প্রস্তাব দেয়,
কাহারো কাছে বলতে পারিনা
      মৃত্যুর ভয় দেখায়।


অভাব আর ইজ্জত নিয়ে ছুটছি-
      ঢাকার রাজ পথে,
লড়াই সংগ্রাম কত যে করি
      শুধুই পথে ঘাটে।


সবলের থাবা এড়াতে না পেরে-
      ইজ্জত বিকিয়ে দিলাম,
স্বাধীন দেশে অধীনতার কবলে
      ডুবে হাবু ডুবু খেলাম।