জীবিনের ভুলগুলি যদি খুজ পেতাম-
     শুধরে নিতাম আমি,
ভুলগুলি যে খুজে পাব না
     তাও সে আমি জানি।


ভুল যদি শুধরে নেওয়া যেত-
   টিক মার্ক করে রাখিতাম,
সময় সুযোগে শুধরে দিতাম
     দিতাম ভুলেরই  দাম।


রঙ তামাশায় কাটাইছি দিন-
    খোলা এ আকাশের নীচে,
শেষ বেলাতে এসে আমার
     তৈল ফুড়িয়ে গেছে।


ভুলের মাশুল  দিয়েই গেলাম
     ভবে কিছু পেলাম না,
অজান্তে ভুল করেছিলাম
        জেনেও জানিলাম না।


লেখা পড়া করেছি ভুল পথে-
     এখন অনুধাবন করি,
ভুলের সাগরে পাড়ি দিতে গিয়ে,।
    মাঝ খানেই ডুবে মরি।


জীবন গড়েছি ভুল পথে আমি-
      চলেছি ভুল পথে,
বিনা ভারার গাড়ী পাইয়াও আমি
      চলেছি পায় হেটে।