বধু বলে কাব্য লিখ কেন?
     এতে পাইবে তুমি কিছু,
তুমি ছুটছো কাব্যের পিছু
      এখানে উত্তর দিব কিছু।


কাব্যে যে আমার ভাললাগা-
      কাব্যে যে আমার প্রেম,
ইহার মাঝেই আমার স্বস্তি
       অন্তরে জাগে কত প্রেম।


যাহা আমি পাই তাযদি দেখিতে তোমার মন প্রান সবই সপিতে,
আমাতে তুমি থাকিতেনা মজে
বিলিয়ে সবই তুমি দিতে  ।


বোকার মত কথা বলিও না-
    কাব্য লেখায় বাধ সাধিও না,
অন্তর চোক্ষে তালা লাগিও না
  ভবেই তুমি দেখিবে না কিছু।


কিছু পাই বা নাহি পাই-
     ভালবাসা তো পাই,
ইহার মাঝেই শান্তি খুজে পাই
     ব্যক্ত করি মনের স্পাই।


নিরালায় বসে একিটু ভাবি-
মনের কাছে জিজ্ঞাসা করি,
সঞ্চিত আলো ছড়িয়ে দেই
  অন্ধকার, অমানিশার মাঝে।


কেহ আবারকবিতা নিয়ে হাসে- রোমান্টিক কাব্য কেন যে লিখে
চুল দাড়ি যে পাকনা ধরেছে
প্রেমের কবিতা কেন যে লিখে।


কাব্য লিখে হয়েছি নাকিবোকা-
    মানুষ কে নাকি দিচ্ছি ধোকা,
মনটা নাকি ধরিছে পোকায়
  বাস করি নাকি বোকার স্বর্গে।


ভুল বুঝ তুমি করেছো ভুল-
     এমনি ভাবাবেগ সবই ভুল
কবিতার মাঝে খুজে পাই আমি
     আমার একুল ওকুল।