কাজের বুয়া কি মানুষ নয়?
           ওতো রক্ত মাংসে গড়ন,
তবে কেন কাজের ঝি বলে?
  ওর অধিকার মালিক কেন করে হরণ।।


বুয়ার অঙ্গের দিকে লক্ষ্য করেন-
      ওর সকল অঙ্গ মায়ের মত,
কালো আর ধলো বাহিরে কেবল
   আসলে ও যে আমাদেরই মত।


আমার মা বোনেরাঙ  যদি ভুল করিত-
    তবে তাকে খুন্তির ছ্যাকা দিতাম,
কাজের বুয়াকে কেমন করে
   সচেতন হয়ে কষ্ট বেদনা দিলাম।


সৃষ্টিকর্তা ওকে ঘৃনা করে নি-
ওর সাথে আমরা কেন এমন করি,
ওর কথায় কাজে সামান্য ভুল ধরিয়া
ওরে কেন নির্মম নিষ্ঠুর নির্যাতন করি।


ওর প্রতি কেন কাম-লালসা জাগে-
    নিজ ভার্যা,অর্ধাঙ্গীনির মত,
ওর মাঝে যে অভিলাষ সুপ্ত আছে
  কান্ত নিয়ে মনের আশা মিটাবে কত?।


লক্ষ্য করেছি শিক্ষিত ভাইয়েরা আমার-
কাজের বুয়াকে নির্যাতন করেন বেশী,
আপনি কি জগতের বাহিরের মানুষ
না, ও, আপনি আভ্যন্তরিন বা দেশী।