কালো বলে লজ্জা পাই
      এম,এ,সালাম


নিজেকে আমিত্বে দূর্বল ভেবে-
    অন্ধকারের মাঝে লুকাই,
আঁধার হতে আলোতে এলেই
    কেন যেন মনে ভয় পাই।


যখনই আমি আলোর নিচে-
     দেখি মেকাপ করা চেহারা,
কুৎসিত দেখে ভ্রু কুচকে যায়
     কালো বলে ভয়পায় বেচারা।


আলো জ্বালিয়ে সবাই দেখে-
   মেয়ের কি যে ক্ষতি হত,
কালো মেয়ে নিয়ে মা-বাবায়
   চিন্তায় থাকে খুবই মর্মহত।


কালো মুখে দেখলে হাসে সবাই-
    মনোমাঝে কেমন কেমন করে,
কালো মেয়ে বদন খানি দেখায় না
    শুধুই লাজ লজ্জায় মরে।


ঘরের মধ্যে কোন কাজে-
       যদি ভাঙতে হয় কিছু,
কালো মেয়ে লজ্জার ভয়ে
      উচুমাথা করে  নিচু।