খারাপ আবহাওয়া
         এম,এ,সালাম


সত্যের কলম ছুড়বো কি করে?
     আবহাওয়া যে খারাপ,
সত্য কথা বলতে পারি না রে
     পরিবেশ যে মহা নারাজ।  


সমসাময়িক যাহা ঘটিতেছে-
     বলিতে পারি না মুখে,
যদি আমি লিখে প্রকাশ করি
     থাকিতে পারিব না সুখে।


দেশে সন্ত্রাসীরা অপকর্ম করে-    
      ঘুরিতেছে মহাদাপটে,
পরিচয় নিলে তাদের সন্ধান মিলে
      আছে সরকারী খেপটে।


সম্মান নিয়ে চলিতে পারে না-
     আমার মা বোনেরা,
সন্ত্রাসীরা ইভটিজিং, ধর্ষন করে
      খোলামেলা করে ঘোরাফেরা।


দখলদারিত্বে আমলাদের মদদ-
      চোঁখের সামনে দেখি,
চোঁখ রাঙিয়ে সর্বস্ব নিয়ে যায়
     বলিতে পারি না শুধুই দেখি।


সবার চোঁখে মুখে তালা লাগানো-
     আবহাওয়া খারাপ বলে,
সত্য কথা বলিতে পারে না
      প্রান যাবে বলে মুখ খুলে।


ওরা রাম রাজাত্ব কায়েম করেছে-
     কাদের বাম হাতের ইশারায়,
তাদের ব্যাপারে মুখ খুলিলে
     হবে জীবন বিপন্ন প্রায়।