হৃদয়ের মাঝে হতেছে ক্ষরণ-
     ফিনকি দিয়ে রক্ত,
জমাট বাঁধার উপয় আছে কি?
   বলবে  কোন ভক্ত?


হা হা কারে শিরা উপশিরাগুলো
     জমাট বাঁধার পালা,
ধরার মাঝে ওই বিধাতা দেখায়
      কোন ধরনের খেলা।


মরুভুমির মাঝে অঙ্কুরোদগম
     বর্ষা কোথাও নেই,
সিদ্ধ ধানে গজ ফুটিবে নাকি
    পানি  যদি ঢালে কেউ।


শূন্য হৃদয়টি পূর্ণ হবে না-
     ক্ষরণে ক্ষরণে শূন্য,
চলার পথে জীবন ধারণে
     জীবন অসম্পুর্ন।


ক্ষরণের দহনে নিদ আসে না-
     হা হা কারে রাত কাটে,
সুখের সাগরে দুঃখের ঢেঊ
    থাকিয়া থাকিয়া আসে।