কিছুক্ষন দাঁড়িয়ে থেকে-
  অপেক্ষা করেছি তোমার জন্য,
আপন জনের কাছে শুনেছি
    শুধু তোমার কথা,
মোবাইল ফোনে, তুমি নাকি,
    এই পথে আসবে বলে।


সময় ছিল বিকাল বেলা-
     আকাশ ছিল মেঘে ঢাকা,
বৃষ্টি হতে পারে বলেই,
      ভয় পেয়েও দাঁড়িয়ে আছি।


মাধ্যম দূর্বল, সাহস থাকলে,
   হবে কি? সবই যে লিলাখেলা
কিছুক্ষন দাঁড়িয়ে থেকে
হেরে যাব অসীমের কাছে।


কল্পনার জাল বুনেছিলাম-
    তোমাকে নিয়ে বাইব বলে,
মনের কল্পনার সমুদ্রে,
সেই স্বপ্ন আমার ভেস্তে গেছে।


ইচ্ছে জাগলে দেখা হবে-
    যেদিন মিশে যাবে অসীমে,
আমাকে পাবে না,হয়তঃ
    আমার নশ্বর দেহকে।


ভুলে যাবে না কখনো-
    রেখে দিও আমাকে ওই,
কল্পনার মহা আকাশে
   যেখানে তোমার হৃদয় জুড়ে
আমার রুপের অস্থিত্ব মিশে আছে।