কবর থেকে বলছি তোদের-
    একমাস ছিকলমুক্ত ছিলাম,
আজ হতে আবার কেন যেন
     কারাগারে প্রবেশিলাম।


রমজানে মুক্ত হয়ে দ্বারে দ্বারে -
    দোয়ার ভিক্ষা চেয়েছি,
কে আছ আমার আওর্দারা
     মোদের জন্য দোয়া করবে কি?


কোরান পড়ে দোয়া কর -
      আমার আদরের সন্তানেরা,
যদি একটু শান্তি পাই কবরে
      আর কিছু চাহি না যে মোরা।


আমরা যে কত কষ্টে আছি-
     যদি তোমরা চোঁখে দেখিতে,
এক ওয়াক্ত নামাজ,রোজা
     জীবনে কখনো নাহি ছাড়িতে।


জীবনে কত অপরাধ করেছি-
      আল্লাহ মাফ করে দাও তুমি,
মোদের মত পাপি ব্যক্তির
       কবরে সুখ-শান্তি  নাহি।