সারা টা জীবন লিখে যাব-
     আমার কলম দিয়ে,
সত্যের ডাক ছুটবে ই
   এগিয়ে যাবে সামনে।


মানবেনা কোন বাঁধা-
        এগিয়ে যাব-যাবেই
জানি আসবে তুফান,
         উঠবে তরঙ্গ জটলা বেধে,
বেরিয়ে যাব মাথা পেতে।


  জানি আমার চলার পথ-
       যদি কন্টকাকীর্ণ হয়,
   যুদ্ধক্ষেত্রে জীবন দিয়ে-
      করতে হবে জয়।


জীবন যুদ্ধ বড়ই কঠিন-
    ননীর পুতুলের মত নয়,
ধৈর্য ধরে,সাহস নিয়ে
      এগিয়ে যেতে হয়।