আমার সন্তানেরা বাধ সেজেছে-
      কোরবানিতে যাবে মামার বাড়ী,
গোস্ত খাবে বেশী বেশী
      দেয় যে ইহাই আড়ি।


দাদুর কোরবানি সাত ভাগে-
      তাও আবার সরু,
আমার মামায় কোরবানি দেয়,
       আস্ত একটা গরু।


গোস্ত খাবার কথা নিয়ে-
       ওরা কানাকানি করে,
পেট পুড়িয়ে গোস্ত খাবে,
      ঠান্ডা খাবে পড়ে।


রুটি পিঠার বায়না ধরে-
     ওদের মামার কাছে,
মামি তাহার বায়না পূরণ
     করে যাহা আছে।


কেহর মামিরা ভাগ্নে-ভাগ্নি কথা-
   মোটেই শুনতে পারে না,
মেজাজ গরম, কেহর মামিরা,
     বায়নার ধার ধারেনা।


বিকাল বেলা মামার বাড়ী -
   গল্প বলার ছলে,
গোস্ত খেয়েছি অনেক বেশী
   বন্ধুদের সাথে বলে।


বছর পড়ে এমন গোস্ত-
     আর কখনো নয়,
কোরবানিতেই গোস্তের পাল্লা
    ভারী হয়ে যায়।


গোস্ত নয় যে ইহাই ইবাদত-
    মুসলমানের ঘরে ঘরে,
নজির রাখে ইব্রাহীম (আঃ)
   ইসিমাইল (আঃ)কে কোরবানি করে।