কষ্টের চেয়ে দূরে থাকা ভাল
       এম,এ,সালাম
        ১০-০২-১৮


কষ্টের চেয়ে দূরে থাকা ভাল-
   কাছে আসলে কষ্ট পাবে,
হৃদয়ের টান যদি থাকে একটুও
    দূর থেকে ভালবাসা যাবে।


কাছে আসলে আদর করা লাগে-
  স্নেহের পরশে ভালবাসা লাগে,
বিশ্রামের জন্য নীড় খুজা লাগে
   শোয়ার জন্য বিছানা লাগে।


তুমি যদি কাভহে আস সতত-
    মধুর আলাপে মজিতে হবে,
ভালবাসা দিয়ে মনে কথা
    একটু হলেও বলিতে হবে।


তুমি যদি দূরে থেকো টাকার জন্য-
     একটুও বায়না ধরবে না,
বিকাল বেলা হাতে হাত রেখেও
   খোলা আকাশের নিচে ঘুরবে না।


তুমি যদি দূরে থেকো কখন ও-
    আদরের ছলে পান খাওয়াবে না,
পানের লালমুখে ফেলা আসা সেই
    দিন গুলোর গল্প বলা লাগবে না।


কাছে এসো যদি কষ্ট পাব আমি-
   শপিং মলে যাওয়া লাগবে না,
রঙিন চুড়ি কিনে দিতে হবে
  সেই সময় টুকু আমার থাকিবে না।


তুমি যদি দূরে থেকো মায়ার বাঁধনে
   সতত জড়িয়ে যাব না আমি,
তোমার বাঁধনে জড়িয়ে পড়িলে
  তোমায় ছেড়ে  পারিব না আমি।