একাত্তরের ষোলই ডিসেম্বর-
     পেয়েছি লাল সবুজের পতাকা,
পতাকা পেতে শহীদ হয়েছে,
      বাংলার ত্রিশ লক্ষ জনতা।


সেদিন সূর্য উঠে বাংলার আকাশে-
      আলোকিত হয়েছিল বাংলা,
সব খানেতেই উচ্চরবে সুর তুলেছে
      বিজয় হে জয়বাংলা।


অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে-
       সকল মানুষের হাতে হাতে,
লাল সবুজের বিজয়ের পতাকায়
       আনন্দ মিছিল করে।


বাংলার আকাশে বাংলার বাতাসে-
       স্বাধীন স্বাধীন সুর,
বঙ্গবন্ধুর জন্য  হয়েছি ধন্য
     নই যে পাকিস্তানের অধীন।


লাল সবুজের পতাকা পেয়ে-
   আমরা নইযে কাহারো গলগ্রহ,
বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার জনক
     এতে নেই যে কোন সন্দেহ।


স্বাধীন দেশর আলো বাতাসে-
   এখন নেই যে মোরা অধীন,
বুকের মাঝে পতাকা নিয়ে
      থাকিব যুগ যুগ ধরে স্বাধীন।