আমি প্রেমের পাগল পাড়া-
     যার কারণে হইছি যে  ঘরছাড়া,
আমি প্রেম  ছাড়া কিছু বুঝিনা,
     যার কারণে প্রেমিকা ছাড়া
      অন্য কাউকে খুজি না।


প্রাকৃতির মাঝে যখন নিজেকে হারাই-
হেথায় সেথায় প্রেমিকাদের,
     একটূ ছোঁয়া খুজে পাই,
তার সনেতে চুপি চুপি প্রেমের
       আলত পরশ বুলাই।


ওই অচেনা প্রেমেরই কাননে-
   স্বেচ্ছায় গিয়ে প্রেমের দর্শন,
নিজের থেকে দিব যে কেমনে,
   পুষ্পের মাঝে লুকিয়ে থাকা
চুপি চুপি প্রেম ভিখারির সনে।


সেথায় যদি পাই গো তোমায়-
    একান্তে নিব আপন করে,
ঢালা ভর্তি ফুল সাজিয়ে ওগো
     বরণ করব তোরে।


মেঘের ভেলায় হিমেল হাওয়ায়-
     উড়ে যাব হেতায় সেথায়,  
মৌমাছিরা মধুর লাগি ফুলে ফুলে ঘোরে,
চুপি চুপি প্রেম চুকিয়ে কথা
     সেথায় বলব নিয়ে তোরে।


রঙিন,পাল তোলা নৌকা নিয়ে -
    যাব মজা নদীর বুকে,
যাত্রী হব শুধু আমরা দু'জন
    কথা বলব মনের সুখে।


শাপলার বিলে শাপলা তুলিব -
      তালের কোষে করে,
গাঁথিব মোরা শাপলার মালা,
    মালা দিব চুপি চুপি করে
   একে অপরের গলে।