'মা' তুমি নেই বলে -
   কাকে মা বলে ডাকব,
মা ডাক নাম হারিয়ে গেছে।


'মা' তুমি নেই বলে-
     তোমার শুন্যেতা,
অনুভব করি বারে বারে।


'মা' তুমি নেই বলে-
    সাদা তাসবিহ টা,
পড়ে আছে জায়নামাজে।


'মা' তুমি নেই বলে-
    বিশ্রামের খাঁটটি,
শুন্যে হয়ে পড়ে আছে।


'মা' তুমি নেই বলে-
    আমাকে গেদু বলে,
কেউ ডাকে না বারে বারে।


'মা' তুমি নেই বলে-
     তোমার চুমুর দাগ,
গাল হতে মুছে গেছে।


'মা' তুমি নেই বলে-
     কেউ বায়না ধরে না,
রসগোল্লা খাইবারে।


'মা' তুমি নেই বলে-
     এখন কেহ চাসত নামাজ,
সকাল দশটায় কেউ পড়ে নারে।


'মা' তুমি নেই বলে-
    কেউ আমাকে বলে না,
মিষ্টি আলু খাব বাবা।


'মা' তুমি নেই বলে-
   কেউ আমাকে বলে না,
মামা বাড়ী বেড়াতে যাবি।


'মা' তুমি নেই বলে-
    আমি শুধু তোমার জন্য,
কেঁদে কেঁদে দোয়া করি,
     মহান আল্লাহর দরবারে,
তুমি যেন ভাল থেকো পড়পারে।।