মায়ের স্নেহ (১৮৫৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৭-২০২২
==================
মা সন্তান জন্ম দিতে যত কষ্ট পায়
মনে যত কষ্ট ব্যথা কেমনে সে সয়,
শিশু শান্তি পেলে মার ব্যথা নাহি থাকে
হাসিমুখ দেখে মাতা সব ভুলে যায়।
সব ত্যাগ করে মাতা সন্তানের তরে
শিশু যদি কষ্ট পায় মন দুঃখে ভরে,
যত দেখে মন ভরে টেনে নেয় বুকে
খাঁটি মনে দোয়া করে যেন থাকে সুখে।

শীতকালে দেহো ঢাকে বারে বারে মায়
শীতে কাপিলে সন্তান মায় কষ্ট পায়,
সব কাজ ফেলে মাতা শিশু যত্ন করে
তবু শিশু বড় হোক বিদ্যা বুদ্ধি ধরে।
বারে বারে চুমো খায় নিজ কর্ম ফাঁকে
অসুখ লাগিলে শিশুর সেবায় রাখে।