তুই যে আমার আকাশ ছোঁয়া ভালবাসা-
     তুই যে আমার আকাশেরই চাঁদ,
তুই যে আমার পূর্ণিমার মধুমাখা আলো
    তুই যে আমার মনের বন্ধনেরই ফাদ।


আমার লাগিয়া তুই ছিলি পাগলপাড়া-
    তুই আমার লাগিয়া হইছিলিরে ঘরছাড়া,
আমার লাগিয়া তোর মন ক্ষত-বিক্ষত
   আমার লাগিয়া পেয়েছিলি কত দুঃখ।


আমি দৃষ্টি দিয়ে দেখেছি যখন তোকে-
     তোর স্মৃতি ধরিয়া রেখেছি বুকে,
আজ আমার সেই স্মৃতিনিয়া মন বলে
     জীবনে সেই স্মৃতি যাব কখনো ভুলে।


তুই যে এসেছিলি কত আশায় বুকবেধে-
    তুই আমাকে মিস করিছিলি কেঁদে কেঁদে,
তোর কষ্ট দূর করেছি কত না সেধে সেধে
   তোর মনের কোনে আমাকে রেখে বেঁধে।


তোকে নিয়ে খোলা আকাশে পরন্ত বিকেলে-
  নানা ছলচাতুরীতে মুখে করেছি কত খেলা,
কথার ছলে কেটে গিয়েছে কত অভোলা
                                          বেলা
সেই স্মৃতিগুলি মনোমাঝে করিতেছে খেলা।


হয়তো ভবমাঝে একদিন থাকিবনা আমি-
     এটাই যে বিধির মহা বিধান জানি,
শুধরে নিব আমার ভুল হয়েছে কতখানি
     আমি জানি তবুও তোকে মিস করেছি
                                       কতখানি।