অশান্ত মনে কষ্ট নিয়ে -
     যাব কোন সে দূরে,
মন চায় আমার ঘুরে আসি
   নীল সাগরের তীরে।


আকাশ যে নীল চিরন্তন সত্য-
    ধরার মাঝে দৃশ্যপ্ট,
সাগরের সলিল নীল আছে যে
    নীল নদেরই সৃষ্টপদ।


মাঝে মাঝে সাদা সাদা মেঘ-
   ফাকে উকি দেয় সূর্য,
সুচারুরূপে অবলোকনে
    নীল আকাশের কারুকার্য।


মন চায় নৌকায় করে-
    ঘুরি নীল আকাশের তীরে,
যে খানে ঐ নীল আকাশটা
    দিগন্তের সাথে গেছে মিশে।


নীল রঙ আসলেই খারাপ-
    সাদা কাপরে ভাল,
হাসানের পত্নী জায়েদার শরীর
    বিষে নীল হয়েছিল।


প্রেমিকার কাছে নীল আকাশটা-
    প্রেমের রচনার বীজ,
সকলেই মনে করে আসলেই
   নীল নদের পানি নীল।


প্রেমিক প্রেমিকার প্রেম অভিনয়-
    নীল সাগরের তীরে,
প্রেমের টানে আবেগ নিয়ে
    ইতিহাস গড়ে নীরে।


নীল আকাশের ছায়া যখন-
    সলিলের উপর পড়ে,
অম্ভোধির পানি সব খানেতে
  নীলভ রঙ ধারণ করে।