বিদায় যখন দাওগো সখী-
      তোমার নীড় হতে,
নীরবে কেঁদেছি কত আমি?
   তুমি ভেঙ্গে পড়েছো দেখে।


হৃদয়ের ব্যাথা সংবরণ করেছি-
      বদন দেখে ঝলমল,
হৃদয়ের কোনে অশ্রুরাশি
      করে যে টলমল।


চোখ কেঁদেছে নিরবে নিরবে-
   তুমি ভেঙ্গে পড়বে জানি,
তোমার অনুভুতি আমাকে
     নীরবে কাঁদিয়াছে জানি।


বিদায় বেলা রিং দিয়েছো-
    ছোট্ট একটু উপহার,
আমার কাছে উপহার টুকু
     কোটি টাকার উপর।


বিদায় বেলা অঝড় ধারায়-
     কাঁদিলে তুমি কত?
এই স্মৃতি ভুলিব না কখনো
     কষ্ট হলেও শত।


ওগো তুমি কেঁদনা বিদায় বেলা
     অশ্রুসিক্ত নয়নে,
তোমার কাঁদা অসহ্য লাগে
      তাই কেঁদেছি নীরবে।