নিতুই যাবি রে ওই পাড়েতে-
    সংগে আমায় নিয়ে,
ভিন্নি ধানের খই খাওয়াবি
     খেজুর গুড় দিয়ে।


তুই যাবি রে গাঁয়ের ছেলে-
    অজোপাড়া ওই গাঁয়ে,
বাফা পিঠে খাওয়াবিরে ভাই
     যুন নারিকেল দিয়ে।


মায়ের কাছে শুনেছি  ন্যাবাই-
    মামাদের বাড়ী গেলে,
তালপিঠে খাওয়াতো কত?
     কলাপাতায় ভেজে।


ওই পাড়েতে সকাল বেলা-
      নিতু ই যেতাম আমি,
হোগলের গুড়ি ভেঙ্গে আনতাম
      নিতুই কাড়াকাড়ি করি।


মাছ ধরিতাম প্রতিদিন ওই-
      পাড়ার ছোট্ট খালে,
শলাচিংড়ি পাইতাম কত?
      ঝাঁকি জাল টেনে।


আমার মায় মাছ  ধরিত-
     নিতুই কাপরের ছাবি দিয়া,
বড় বড় ঝামুয়া  পেত
    খেতাম তেলে ভাজিয়া।