নগদ টাকায় জমি রাখিলাম-
     পাঁচ বছরের জন্য,
নিজের মত চাষ করিতে চাই
      আসল মুনাফার জন্য।


জমি যদিও প্রজাদের ছিল-
     মুই যে নগদ চাষী,
এই জমি পেতে ধরনা ধরেছি
   তাই মুনাফা নিব বেশী।


কষ্ট করিয়া বহু টাকা খাঁটিয়ে-
      রেখেছি নগদ টাকায়,
সময় মত ফসল না ফলালে
      শ্রম যাবেই বৃথায়।


নগদ টাকার জমিতে যদি কেহ-
      দখল দিতে না চায়,
মৌসুমের সময় ফসল কাটিয়া
      নিব যাহা মনে চায়।


মূলধন আদায়ে যাহা করিতে হবে-
      সবই করিয়ে যাব,
মাঝে মাঝে গায়ের জোড়ে
      প্রভাব খাঁটিয়ে নিব।


চাষ করিব নিজের ইচ্ছেতে-
      বর্গা চাষীর দ্বারা,
লাঙ্গলের ভাগ দিব না ওদের
       এই টুকু মোর আশা।
    
গোমস্তা, আর পাইক পেয়াদা-
     আমার যাহা আছে,
আসল মুনাফা আদায়ের জন্য
     লেলিয়ে দিব পিছে।


বহু কষ্টের পর পেয়েছি এবার-
     নগদ টাকার জমি,
চাষ করিব ওলট পালট করিয়া
    ইজা খরচ আদায় করিব আমি।


প্রজাদের যদি কষ্ট হয় তাতে-
    আমার করার কিছু নেই,
মুনফা আসল আদায় করিব
    এই টুকুই আমি চাই।