নীরবে সহ্য করেছি
                  এম এ সালাম
                  ৮/০৪/১৮


  আঘাত তুমি দিয়েই যাও-
            মাথা পেতে আমি নিব,        আঘাতের কষ্ট সহিতে পারি,
           নিরবে হজম করে নিব।


আঘাতের পর আঘাত দিয়ে-
     অন্তর পুড়ে করেছো ছাই,
কিছু বলিব না তোমারে,
      বিধির কাছে কষ্ট জানিয়ে যাই।


কষ্ট শয়ে নিবার মত শক্তি-
     আমার জন্য রেখে দিও,
  আপসোস নাহি করিগো বিধি,
      শুকরিয়া জানিয়ে যাব।


কাল মেঘের মত বিপদ দিয়েছো-
     মাথার উপর চাপিয়ে,
বেলা শেষে বিপদের বোঝা,
       দাওনা দয়া করে নামিয়ে।


চর্তুদিকে বিপদ সংকুল যেন -
       কিলবিল করে উকি মারে,
   আঘাতের বোঝাটি সরিয়ে নেয়ায়,
      কোন পথ কি খুজে পাবে।


ভদ্র যারা শান্ত সুবোদ-
      সামান্য কষ্টে নেতিয়ে পড়ে,
তাদের মাথায় আঘাতের পর,
     কেন চাপিয়ে দিতে থাকে।


শান্ত শিষ্ট মানুষ যারা-
    তারা শত আঘাত পেলেও,
নিরবে সব সহ্য করে নেয়,
   মান সম্মানের খাতিরেও।